Welcome to the official website of CASRBS

Latest News

ঢাবি অধ্যাপক রাশীদ মাহমুদ-এর মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ

  • 06-Apr-2021

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশীদ মাহমুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
 
আজ ০১ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক রাশীদ মাহমুদ একজন নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, সদালাপী ও সজ্জন চরিত্রের অধিকারী। সদা হাস্যময় এই অধ্যাপক বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীর কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। নৃবিজ্ঞান শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
 
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
 
উল্লেখ্য, অধ্যাপক রাশীদ মাহমুদ গবেষণার কাজে তথ্য সংগ্রহের জন্য সাতক্ষীরায় অবস্থানকালে গতকাল ৩১ মার্চ ২০২১ বুধবার সন্ধ্যায় ব্রেইন স্ট্রোকে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৪ বছর।
 
----------------------------------
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
উপ-পরিচালক 
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়