International Webinar on Interreligious Dialogue for Peace and Harmony
জাতিসংঘ ঘোষিত বিশ্ব আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ (World Interfaith Harmony Week) উপলক্ষে আগামী ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি ২০২১ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্টার রিলিজিয়াস এন্ড ইন্টারকালচারাল ডায়লগ এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে একটি (Webinar) আয়োজন করতে যাচ্ছে।
সেমিনারটি (Webinar) ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এবারের প্রতিপাদ্য বিষয়: Interreligious Dialogue for Peace and Harmony 2021. উক্ত সেমিনারটিতে দেশের এবং বিদেশের প্রাজ্ঞ-বিজ্ঞ বক্তাগণ প্রবন্ধ উপস্থাপন করবেন।
-----------------------------------
(অধ্যাপক ড. ফাজরীন হুদা)
পরিচালক
সেন্টার ফর ইন্টার রিলিজিয়াস এন্ড ইন্টারকালচারাল ডায়লগ
ঢাকা বিশ্ববিদ্যালয়